জুরাছড়িতে জাঁক বিরোধী অভিযান

Published: 19 Apr 2017   Wednesday   

জাঁক দিয়ে মাছ ধরা আইনত নিষিদ্ধ। কিন্ত কিছু অসাধু জেলের জাঁক দিয়ে মাছ শিকার করার কারণে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তি হতে চলেছে। এ সব জেলেদের চিহিৃত করে সরকারী সকল সুযোগ-সুবিধা বন্ধ ও আইনুক ব্যবস্থা নেওয়া হবে।

 

বুধবার জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া ইউনিয়নের কতরখাইয়া এলাকায় জাঁক বিরোধী অভিযান ও অবৈধ জাঁক ভেঙ্গে দেওয়ার কালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এসব কথা বলেন।


এ সময় অভিযান পরিচালনা কালে থানা এএসআই মোঃ মাঈন উদ্দিন, মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


জাঁক বিরোধী অভিযান কালে কতরখাইয়া এলাকায় বেশ কিছু জাঁক ধংস করে দেওয়া হয়। এ সময় জাঁক স্থাপনকারীদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাঁদেরকে জরিমানা করা সম্ভব হয়নি।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আরো বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই হ্রদে ও ছড়ায় প্রচুর মাছ পাওয়া যেত। কিন্ত কালের ক্রমে অসাধু জেলেদের অবৈধ্য জাঁক ও কারেন্ট জালের মাধ্যমে মাছ শিকারে করায় দিন দিন মাছ বিলুপ্তী হচ্ছে।


উল্লেখ্য গেল মাসের আইন শৃঙ্খলা কমিটির সভা সহ বিভিন্ন সময় অনুষ্ঠিত সভায় নদীতে জাঁক দিয়ে মাছ না ধরার বিষয়ে আলোচনা এবং জাঁক অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয়। এ ব্যাপারে ইতোপূর্বে জনসচেতনতার লক্ষে মাইকিংসহ ব্যাপক প্রচারণা অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত