বাস ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে পরিবহন ধর্মঘট পালিত

Published: 22 Apr 2017   Saturday   

রাঙামাটির কুতুকছড়িতে বাস ভাংচুর, বাসের চালক এবং হেলপারকে মারধরের প্রতিবাদে রাঙামাটি বাস মালিক সমিতির ডাকে শনিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে।


রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম দাবী করে বলেন,গত শুক্রবার বিকেলে খাগড়াছড়ি থেকে রাঙামাটি উদ্দেশ্য আসার পথে কুতুকছড়ি এলাকায় ব্যারিকেড দিয়ে বাস থামিয়ে কয়েকজন যুবক লাঠিসোঠা নিয়ে গাড়িটি ভাংচুর করে। এসময় গাড়ির চালক শাহাদাত হোসেন ও হেলপার আরমানকে মারধর করলে গুরুত্বর আহত হন। এছাড়া হামলাকারিরা যাত্রীদের উপরও হামলা চালায় । এঘটনার প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে রাঙামাটি-খাগড়াছড়ি,রাঙামাটি-চট্টগ্রাম,রাঙামাটি-বান্দরবানসহ সকল সড়কে বাস ধর্মঘট পালিত হয়েছে। তিনি অপরাধীদের গ্রেফতার করা হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। অপরাধীদের গ্রেফতার করা হলে আরো কঠোর কর্মসূচী দেয়ারও হুমকি দেন।


এদিকে, ধর্মঘটের কারণে রাঙামাটি থেকে দুরাপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে বাস ধর্মঘট চললেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত