শুভলং-এ ৩ লক্ষ টাকার অবৈধ কাঠ আটক

Published: 22 Apr 2017   Saturday   

রাঙামাটির বরকল উপজেলার শুভলং হাজাছড়া এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় ৩ লক্ষ টাকার গোল কাঠ আটক করেছে ১৬ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর। শুক্রবার এসব কাঠ উদ্ধার করা হয়।


জানা যায়, শুক্রবার ১৬ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশ্বস্থ স্থান থেকে ইঞ্জিন নৌকায় অবৈধ চোরাই কাঠ বোঝাই হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ১৬ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া নেতৃতে নিয়মিত টহল দল ঘটনাস্থলে যায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাই কাঠ পাচার কারীরা প্রায় আনুমানিক ৩ লক্ষ টাকার অবৈধ গোল কাঠ পেলে পালিয়ে যায়। কাঠের মধ্যে রয়েছে, সেগুন, সিলকড়ই ও গামারী। এসময় টহল দলে আরো বিভিন্ন পদবীর ৫ জন ব্যাটালিয়ন আনসার ছিলেন। পরে ঘটনাস্থল থেকে নৌকায় করে চোরাই কাঠ গুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে আসা হয়।


এ ব্যাপারে ১৬ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া জানান, গেল কয়েক দিন পূর্বেও এই ব্যাটালিয়নের নিয়মিত টহল দল প্রায় ১০ লক্ষ টাকার চোরাই কাঠ আটক করে স্থানীয় বন বিভাগের নিকট হস্থান্তর করেছে। তিনি আরো জানান, এই আনসার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত