রাঙামাটিতে বিশ্ব বই দিবসে আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

Published: 25 Apr 2017   Tuesday   
no

no

বিশ্ব বই দিবস উপলক্ষে রাঙামাটিতে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গেল রোববার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিওে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে আগতো সেকায়েপের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার নীলোৎপল দাস, রানী দয়াময়ী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সনৎ কুমার বড়–য়া। সভায় আরো উপস্থিত ছিলেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মসূচির স্কুল পর্যয়ের সংগঠক রুপা চাকমা।


সভায় সেমিনারে বই পড়ার বা পাঠাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা,পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সদস্যদের কাছ থেকে ভালো লাগা বই থেকে গল্প শোনা সেই সঙ্গে ২০১৬ সালের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ’পাঠক মূল্যায়ন পরীক্ষায়’ পুরস্কার প্রাপ্ত সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে শিক্ষাথীদের অংশগ্রহনে প্রকাশিত ’আলো বর্তিকা’ নামক দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।

 

উল্লেখ্য, বিশ্ব বই দিবস ও কপিরাইট দিবস, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এ দিবসটি পালন করে আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের, সেকেন্ডারি এডুকেশন কোয়ালটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর অন্তর্ভুক্ত ২৫০টি উপজেলার প্রায় ১২০০০ প্রতিষ্ঠান সমূহে একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত