খাগড়াছড়িতে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরন

Published: 25 Apr 2017   Tuesday   

খাগড়াছড়ির নব গঠিত গুইমারা উপজেলা তৈমাতাই গ্রামে গণমনস্তাত্ত্বিকরোগে আক্রান্ত ৪৫ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

 

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলাধীন থলি পাড়া গ্রামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা।


ত্রান বিতরন অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী সংকিপ্ত বক্তব্যে বলেন আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। এই সরকার জনগনের উন্নয়নের জন্য কাজ করছে বলে উল্লেখ করেন। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য তিনি সামনে জাতীয় নির্বাচনের আবার নৌকা মার্কা ভোট চান। এবং গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ৪৫ পরিবারে মাঝে ৫ কেজি চাল,২ কেজি ডাল,৫ কেজি আলু,২লিটার সয়াবিন তেল,২ কেজি লবন,২কেজি পেয়াজ ও পর্যাপ্ত পরিমান খাবার স্যালাইন বিতরন করেন। এর আগে ৪৫ পরিবারের ৫৩ জনের জন্য চিকিৎসা ও আসা যাওয়া বাবদ ৩৫ হাজার টাকা অনুদান দেয় পার্বত্য জেলা পরিষদ। রোগীদের হাসপাতালে আনা নেয়া ভর্তিসহ সকল কাজে সহযোগিতা করে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।


ত্রান বিতরন অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, সদস্য মংসুই প্রু চৌধুরী অপু, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম,খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ। ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিপুরা কল্যান সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজল বরন ত্রিপুরা।

 

উল্লেখ্য,গেল ১৭এপ্রিল খাগড়াছড়ি জেলার নবগঠিত গুইমারা উপজেলার তৈমাতাই গ্রামে ৪৫ পরিবারের ৫৩ জন নারী-পুরুষ গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হন এবং সুস্থ হয়ে বাড়ীতে ফিরে যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত