লামায় পাহাড়ী এক বৃদ্ধ মহিলার জমি জবর-দখলের উদ্দেশ্যে হামলা

Published: 27 Apr 2017   Thursday   

লামায় জবর দখল করার উদ্দেশ্যে হামলা চালিয়ে অংমাউ মার্মার নামীয় ৭১ শতক জায়গায় স্থীত কাটাতারের ঘেরা বেড়া কেটে ও সীমানা পিলার ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় লামা পৌরসভার মধুঝিরি, মাষ্টার পাড়ার বৈদ্যোর জমিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

 

অভিযোগে জানা গেছে, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকার জাহানা বেগমের নেতৃত্বে অংমাউ মার্মা নামীয় ৪৭২ নং খতিয়ানের অংশের ০.৭১ শতক (একাত্তর শতক) জায়গায় অনধিকার প্রবেশ করে জবর দখল করার উদ্দেশ্যে হামলা চালায়। হামলাকারীরা উক্ত জায়গায় স্থিত খুটি, পিলার, ও কাঁটা তারের বেড়া কেটে এবং সম্পূর্ন কাচা ও পাকা পিলার তুলে ভেঙ্গে ফেলে। এছাড়া ০৪ বছর বয়সী ১২টি রূপালী ও বার্মিজ আমের চারা গোড়া থেকে তুলে ফেলে ও ফসলের ক্ষতি সাধন করে। হামলাকারীরা জাহানারা বেগম (৪৫), স্বামী- মোঃ আলমগীর, আনোয়ার হোসেন সোহেল (২৮), পিতা- মোঃ আলমগীর, আকরাম হোসেন জুয়েল (৩২), পিতা- মোঃ আলমগীর, হেলাল উদ্দিন (৪০) , পিতা-অজ্ঞাত (১নং বিবাদীর ছোট ভাই), রফিকুল ইসলাম রনি (২৫), পিতা-লিয়াকত আলী ধারালো দা, ছুরি, কাটিং প্লাস, হাতুড়ী ও লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগে জানা যায়। জবর দখল করার উদ্দেশ্যে হামলা চলাকালীন সময়ে অংমাউ মার্মা বাধাঁ দিতে গেলে হামলাকারীরা অশালীন ভাষায় গাল মন্দ করে দা, ছুরি নিয়ে হামলা করার চেষ্টা করে।


এ সময় আনোয়ার হোসেন সোহেল,আকরাম হোসেন জুয়েল অংমাউ মার্মাকে হুমকী দিয়ে বলে, তুই যদি এই জমিতে নামিস তাহলে তোকে কেঁটে হত্যা করব। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র ও হুমকিতে ভয় পেয়ে সন্ত্রস্ত হয়ে পড়েন অংমাউ মার্মা।


অংমাউ মার্মা জানান, হামলাকারীরা আরও হুমকি দিয়ে বলে এই ঘটনায় তুই যদি কোথাও মামলা করিস তাহলে তোর ছেলেদের গুম করে হত্যা করব। আমি উপজাতী সংখ্যালঘু হওয়ায় আমার জমি জবর দখল কারার উদ্দেশ্যে বিবাদীগন আমার উপর বারবার অত্যাচার করে চলেছে। ইতোপূর্বে ২০০৬ সালে উক্ত জমিতে আমাদের সৃজনকৃত পাঁকা ধান জোর পূর্বব কেটে জায়গাটি দখল করতে চেয়েছিল। এ ঘটনাটি স্থানীয় ভাবে বিচার শালিশের মাধ্যমে সমাধান হয়। বিচারে চলমান জায়গার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দখল কিংবা দখলের চেষ্টায় কোন ধরণের ক্ষমতা বা জবর দখল করবে না মর্মে লিখিত দেওয়া হয়।


তিনি আরো জানান, বর্তমানে উক্ত জমিতে আমার সৃজীত বেগুন, বরবটি ও ঢ়েঁডসের চাষ রয়েছে। হামলায় তার দুই লক্ষ টাকার ফসলের ক্ষতি। এই ব্যাপারে তিনি গেল ২৭ এপ্রিল লামা থানায় জাহানরা বেগমকে প্রধান আসামী করে ৫ জন সহ অজ্ঞাত ৯/১০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।


লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই ঘটনায় একটি রিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগ যাছাই-বাঝাই করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত