খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

Published: 28 Apr 2017   Friday   

ধর্ষন,হত্যার প্রতিবাদে ও ধর্ষনের সঠিক মেডিকেল রির্পোট প্রদান এবং রমেল চাকমা মৃত্যুর বিচারের দাবীতে শুক্রবার খাগড়াছড়ি বিক্ষোভ-সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশনসহ বিভিন্ন নারী সংগঠন।

 

খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিরুপা চাকমা। বক্তব্য রাখেন নারী সংঘের সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা,পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপুর চাকমা,যুব ফোড়ামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা,ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা।

 

বিক্ষোভ সমাবেশের পর এক বিক্ষোভ মিছিল করে নারী সংগঠন গুলো। মিছিলটি স্বনির্ভর এলাকা থেকে বের হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে পুনরায় স্বনির্ভর এলাকায় গিয়ে শেষ হয়।

 

বক্তারা বলেন, এই পর্যন্ত কোন নারীর ধর্ষন ও হত্যার বিচার হয়নি। আর ধর্ষনের সঠিক মেডিকেল রির্পোট পাওয়া যায়নি। তাই সকল ধর্ষরা নিরাপদে পার পেয়ে যাচ্ছে। তারা সকল ধর্ষনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। এবং ধর্ষনের সঠিক মেডিকেল রির্পোট প্রদানের দাবী জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত