বরকলের সুভলং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Published: 29 Apr 2017   Saturday   

শনিবার রাঙামাটির বরকল উপজেলার সুভলং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রভাত রঞ্জন চাকমা সভাপতি,সুজন শীল সম্পাদক পলাশ কর্মকার সাংগঠনিক সম্পাদক ও বাবুল কুমার দাশ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

 

শনিবার সকাল ১০ টা হতে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩টা পযর্ন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে পুলিশ মোতায়েন করা হয়। নির্বাচনে  কাচালং মুখ বন শুল্ক পরীক্ষণ ফাঁড়ির ফরেষ্টার মোঃ মাসুদুর রহমান প্রিসাইডিং অফিসার অবসর প্রাপ্ত শিক্ষক সুনীল জীবন চাকমা সহকারী প্রিসাইডিং অফিসার সুবলং পোষ্ট মাষ্টার মোঃ কামরুল হাসান পোলিং অফিসার ও ব্যবসায়ী পুনেন্দু বিকাশ চাকমা সহকারী পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন।

 

নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি,সম্পাদক,প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৯টি পদের মধ্যে সহ- সভাপতি পদে-বুদুরুজ কোম্পানী ছাতা মার্কায় ৯২ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্ধি প্রার্থী রুপন সাহা হারিকেন মার্কায় পেয়েছে ৫৬ ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে- মোঃ রুবেল গোলাপ ফুল মার্কায় ৯১ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদদ্বন্ধি মংথে রাখাইন সিংহ মার্কায় ৪০ ভোট ও অশোক দে দোয়াত কলম মার্কায় পেয়েছেন ১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে- পলাশ কর্মকার তালা মার্কায় ৮২ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ শাহআলম হাঁস মার্কায় ৪৬ ভোট ও টিপলু দাশ কলসি মার্কায় ২০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে- বাবুল কুমার দাশ বটগাছ মার্কায় ৮৩ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রার্থী বাবুল কান্তি পাল চেয়ার মার্কা মার্কায় ৫৮ ভোট পেয়েছেন।

 

সদস্য পদে- চিংথোই রাখাইন বল মার্কায় ১০৭ ভোট। তপন দাশ বৈদ্যুতিক পাখা মার্কায় ৯৩ ভোট। মোঃ আবু কালাম ঘোড়া মার্কায় ৭২ ভোট। মোঃ নুরুল আলম বালতি মার্কায় ৬৩ ভোট। রুপায়ন চাকমা হেলি কপ্টার মার্কায় ৬৩ ভোট। গোপাল কান্তি চাকমা টিউবওয়েল মার্কায় ৫২ ভোট। ছোটন বড়–য়া সেলাই মেশিন মার্কায় ৫৪ ভোট। ও সুজন সূত্রধর মই মার্কায় ২৩ ভোট পেয়েছেন। নির্বাচনে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

 

সুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা জানান, সুবলং বাজারটি উপজেলার বাণিজ্যিক বাজার। বাজারে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। সব সমস্যা ইউনিয়ন পরিষদের দেখার সুযোগ হয় না। একটি শক্তিশালী বাজার কমিটি হলে ওই কমিটি সৃষ্ট সমস্যা গুলো সমাধান করতে পারবে। তার জন্য নির্বাচনের নিয়ম নীতি মেনে গোপন ব্যালট পেপারের মাধ্যমে শনিবার সুষ্ঠ সুন্দর পরিবেশে নির্বাচন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত