জলবায়ুর প্রতিশ্রুত ক্ষতিপূরনের খাগড়াছড়িতে দাবীতে মানববন্ধন

Published: 30 Apr 2017   Sunday   

জলবায়ূ অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের দাবীতে  রোববার খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক)।


খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে বিভিন্ন দাবি ও অবস্থান উল্লেখ করে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ি’র সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা।  মানববন্ধন কর্মসূচির   পাঠ করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ ও ইয়েস সদস্য জেকি চাকমা।


বক্তারা বৈশ্বিক তহবিলের পাশাপাশি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট তহবিল চালু, জলবায়ূ পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত সকল প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত, প্যারিস চুক্তিতে অন্তর্ভুক্ত দেশসমূহে অর্থায়নে প্রতিশ্রুতির আইনী বাধ্যবাধকতা নিশ্চিত, ক্ষতিপূরণের অর্থ ঋণ হিসেবে নয় ক্ষতিপূরণের অর্থ হিসেবে প্রদানসহ কপ-২১ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত