জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত শুরু

Published: 01 May 2017   Monday   

জাতীয় মানবধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটি সোমবার পাহাড়ী ছাত্র পরিষদ নেতা রমেল চাকমার মৃত্যু নিয়ে অভিযোগ তদন্ত ,এলাকা পরিদর্শন ও স্থানীয় নেতৃবন্দের সাক্ষ্য গ্রহন করেছেন।

 

জাতীয় মানবধিকার কমিশন সদস্য বাঞ্ছিতা চাকমা জানান, রমেল চাকমার মৃত্যু নিয়ে অভিযোগের সুষ্ঠু ও সঠিক তদন্তে জাতীয় মানবধিকার কমিশনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির মধ্যে তিনি হলেন আহ্বায়ক এবং সদস্য সচিব হলেন জাতীয় মানবধিকার কমিশনের রাঙামাটি অফিসের উপ-পরিচালক গাজী সালা উদ্দীন ও অপর সদস্য জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট অলি উজ্জামান।

 

তিনি আরো জানান, এ কমিটি গঠনের পর সঙ্গে সঙ্গে তদন্ত কাজ শুরু করেছি। সোমবার রমেলের বাড়ির এলাকা পরিদর্শন করি এবং তার বাবা, মা, পরিবার, স্বজন, প্রতিবেশীসহ স্থানীয়দের বক্তব্য ও সাক্ষ্য নিয়েছি। আমরা অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্ত করে দেখছি। কমিটিকে গঠনের পর পনের দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রতিবেদন জমা দিতে তার অধিক সময়ও লাগতে পারে।  

 

এদিকে,কমিশনের গঠিত কমিটির সদস্যরা সোমবার সকালে রমেল চাকমার গ্রামের বাড়ি নানিয়ারচরের বুড়িঘাটের পূর্ব হাতিমারা এলাকা গিয়ে সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় রমেলের বাবা, মা, স্বজনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশী লোকজনের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য ও সাক্ষ্য নেন তারা। তদন্ত কমিটির সঙ্গে এএসপি (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলমসহ রাঙামাটির কোতোয়ালি ও নানিয়ারচর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গেল ৫ এপ্রিল নানিয়ারচরের ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় পিসিপি’র নেতা রমেল চাকমাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। আটকের পর রমেল চাকমা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গেল ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত