রাঙামাটিতে বিএনপিকে মে দিবসের কর্মসুচী পালন করতে বাঁধা দেয়ার অভিযোগ

Published: 01 May 2017   Monday   

মহান দিবস উপলক্ষে রাঙামাটিতে বিএনপি সমর্থিত শ্রমিক দলের সমাবেশ করতে না দেয়ার অভিযোগ এনে সোমবার সংবাদদ সন্মেলন করেছেন জেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ।

 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া। এ সময় সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো।

 

সংবাদ সন্মেলনে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মোঃ আকবর আলী, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক রনেল দেওয়ান, জিয়া পরিষদের জেলা শাখার মানস মুকুর চাকমা, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন, জেলা তৃণমূল দলের সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন শামীম,পৌর শ্রমিক দলের নেতা মোফাফর আহামেদ,কাউখালী উপজেলার শ্রমিক দলের সভাপতি আলমগীর প্রমুখ। এছাড়াও  জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ ও অন্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, মে দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রা এবং জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে প্রশাসনের নিকট আবেদন করেন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া। কিন্তু জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদারের প্ররোচনায় তা বাতিল করে দেয়া হয়। পরে বিকালের দিকে শহরের নিউমার্কেটের সামনে একটি মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এতে কর্মসূচি পন্ড হওয়ায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে গিয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন, শ্রমিক দলসহ বিএনপি নেতারা।

 

অভিযোগ করে তারা আরো বলেন, প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদারের পরামর্শে আমাদের দলীয় কর্মসূচি বাতিল করে দেয়া হয়েছে। তাদের প্ররোচনায় দলীয় কর্মসূচি বাতিল করে দিয়ে মো. শাহ আলম শহর ছেড়ে বাঘাইছড়ি চলে গেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিএনপি নেতারা।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত