কাপ্তাইয়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন

Published: 01 May 2017   Monday   

শ্রমিক মালিক গড়বো দেশ,এগিয়ে যাবে বাংলাদেশ` এই স্লোগানকে সামনে রেখে  সোমবার কাপ্তাইয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন( স্বপন),উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসন চৌধুরী।

 

এর আগে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

 এদিকে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন কাপ্তাই আঞ্চলিক শাখার উদ্যোগে উপজেলা সদরে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।


এছাড়া মহান মে দিবস উপলক্ষে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ( সিবিএ)  এর উদ্যোগ সিবিএ অফিস চত্বরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেপিএম লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী  ড: এম এম কাদের আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন। সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচন সভায় বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন মহাব্যবস্থাপক ( প্রশাসন) জাহাঙীর হোসেন খান, সিবিএ সাধারন সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার। সমাবেশে কেপিএম এর শ্রমিক কর্মচারীরা অংশ নেন।।


এদিকে জাতীয় বিদুৎ শ্রমিক লীগ( সিবিএ) কাপ্তাই শাখার উদ্যোগে আলোচনা সভা কাপ্তাই  পানি বিদুৎ কেন্দ্রে কাপ্তাই শ্রমিক লীগ সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। প্রধান ব্ক্তা ছিলেন কাপ্তাই শ্রমিক লীগ সাধারন সম্পাদক আব্দুল ওয়াহব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত