শুভলং ঝর্না সংলগ্ন এলাকায় এক বোট চালকের লাশ উদ্ধার

Published: 01 May 2017   Monday   

রাঙামাটির বরকল উপজেলার শুভলং ঝর্ণা  সংলগ্ন এলাকায় সোমবার বিকালে  ইঞ্জিন চালিত  এক বোট চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোঃ শফিক ইসলাম(১৯)।


বরকল থানা পুলিশ জানায়, সোমবার রাঙামাটি শহর থেকে ঢাকা থেকে আসা তিন জন পর্যটক  শফিকের ইঞ্জিন চালিত বোটটি শুভলং ঝর্ণা এলাকায় যাওয়ার জন্য ভাড়া করে নিয়ে যায়। বিকালে একদল পর্যটন শুভলং ঝর্না এলাকায় ঘুরতে গেলে পাশ্ববর্তী এলাকায় শফিকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে শুভলং  বাজার পুলিশ ফাঁিড়, সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে লাশ শুভলং বাজার পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। শফিকের পিতার নাম জাকির হোসেন। তার বাড়ী রাঙামাটি শহরের ইসলাপুর এলাকায়।  


বোটের মালিক মো.রাসেলের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি জনান, শফিকুল ইসলাম সাড়ে ১১টায় মুঠোফোনে তাকে জানানান তিনি পর্যাটকদের নিয়ে ঝুলন্ত ব্রীজসহ সুভলং ঝর্ণায় যাবেন। এ কথা বলার তিনি পর্যটক ভাড়া নিয়ে চলে যান। বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে হওয়ায় তাকে ফোনে করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে ফোন আসে শফিকের লাশ সুভলং ঝর্ণা সংলগ্ন এলাকায় পাওয়া গেছে।


তিনি আরো জানান, শহরের বনরুপাস্থ আলিফ মার্কেটের আবাসিক হোটেল নিডস হিল ১০২ নাম্বার কক্ষে উঠা ৩ জন পর্যটক  শফিকের বোটটি ভাড়া করেছিলেন। এখনো পর্ষন্ত বোটের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া বোট ভাড়া করে নেয়া পর্যটকরা এখন ওই হোটেলে নেই।


বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মফজল আহম্মেদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের কপালে একটি বড় ধরনের দাগ ও নাক দিয়ে রক্ত বেরিয়েছে। তবে  ময়না তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর  আসল রহস্য জানা  সম্ভব হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত