পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাতিষ্ঠানিক কার্যক্রম অনলাইনে চালু

Published: 02 May 2017   Tuesday   

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাতিষ্ঠানিক কার্যক্রম অনলাইনে চালু করা হয়েছে। বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তরুন কান্তি ঘোষ মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এই অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এসময় বোর্ডের সদস্য শাহিনুল ইসলাম, মোঃ মনজুরুল আলম, নুরুল আলম চৌধুরী, আশিষ কুমার বড়–য়া, মোঃ ইয়াছিনসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই অনলাইন সুবিধার ফলে এখন থেকে দূর্গম প্রত্যন্ত এলাকা থেকে কষ্ট করে এসে বোর্ডে প্রকল্প প্রস্তাব বা স্কিন জমা দিতে হবে না। এখন যে কেউ অনলাইনে উন্নয়ন বোর্ডে প্রকল্প প্রস্তাব আবেদন করতে পারবেন। এ অনলাইন কার্যক্রম চালুর ফলে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নের পাশপাশি বোর্ডের টেকসহ উন্নয়ন লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত