নানিয়ারচরে রমেল চাকমার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

Published: 02 May 2017   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির নানিয়ারচরে রমেল চাকমার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণ মাধ্যমে পাঠানো এ তথ্য জানানো হয়েছে।

 

সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে নানিয়ারচর উপজেলার পাতাছড়ি স্কুল মাঠে  আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন  নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমা। অন্যান্যদেও মধ্যে বক্তব্যে রাখেন, সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুশীল জীবন চাকমা, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মন্টি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা ও রামহরি পাড়ার মহিলা কারবারী শান্তনা চাকমা প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন সেন্টু চাকমা।

 

প্রেস বার্তায় শোকসভায় অংশগ্রহণকারীদের বাধা দেয়ায় শোকসভা পরিণত হয় প্রতিবাদ সভায় উল্লেখ করে আরো বলা হয় শোকসভায় নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজারের অধিক লোকজনের সমাগম হয়। এতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চাকরীজীবী, শিক্ষক, ছাত্রছাত্রীসহ সব পেশা ও শ্রেণির মানুষ স্বতস্ফূর্তভাবে যোগ দেন।

 

সমাবেশ থেকে নেতৃবৃন্দ ১মে থেকে ৩০ জুন পর্যন্ত দুই মাস নানিয়ারচর বাজার বয়কট, মানববন্ধন, ১০ মে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রমেল চাকমার স্মরণে খাগড়াছড়িতে শোক সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন এবং ১৪ এপ্রিল ঢাকায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত