অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ

Published: 03 May 2017   Wednesday   

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের পক্ষ থেকে বুধবার এডিসি কলোনী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাত  পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

 

 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের লেভেল অফিসার আজরু উদ্দিন সাফদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বুধবার তবলছড়ি এডিসি কলোনী এলাকায়  ক্ষতিগ্রস্থ সাত পরিবারের মধ্যে ইউনিটের পক্ষ থেকে চাল, ডাল, তৈল, আলু, লবন, প্লাষ্টিকের বালতি ও কম্বল বিতরণ করা হয়। গেল ২৩ এপ্রিল তবলছড়ি এডিসি কলোনী এলাকায় সাত পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হন।

 

ত্রাণ বিতরণকালে রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের সেক্রেটারী এম.বখতেয়ার উদ্দিন, সাবেক সেক্রেটারী আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা শাহ রাজিউর রহমান, ইউনিটের আজীবন সদস্য, উপ-যুব প্রধান, যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত