আওয়ামীলীগে যোগদান খবরে উষাতন তালুকদারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Published: 04 May 2017   Thursday   

বিভিন্ন গণমাধ্যমে  ১৩ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে তার আওয়ামীলীগে যোগদানের খবরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৯৯ নং রাঙামাটির সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার।

 

রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করা তথা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্ব সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করতেই তার সাথে কোনরূপ যোগাযোগ না করে  বিভিন্ন গণমাধ্যমে একতরফাভাবে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।


বৃহস্পতিবার  ২৯৯ নং রাঙামাটির সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।


প্রেস বার্তায় বলা হয়, ১৩ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে আমিও(উষাতন তালুকদার এমপি) আওয়ামীলীগে যোগ দিয়েছেন দৈনিক কালের কণ্ঠ, বিডিনিউজ২৪.কম, সিএইচটিটাইমস২৪.কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ তার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

 

তার  রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করা তথা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্ব সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করতেই তার  সাথে কোনরূপ যোগাযোগ না করে এসব অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিক কর্তৃক একতরফাভাবে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।


প্রেস বার্তায় তিনি তার  সম্পর্কে এ ধরনের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ প্রকাশে  তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন জানান। একই সাথে তিনি এই সংবাদ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত