রাঙামাটিতে ৭মে থেকে অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি

Published: 05 May 2017   Friday   

রাঙামাটি চট্টগ্রাম আসামবস্তি কাপ্তাই সড়ক ও ঘাগড়া বরুইছড়ি এবং নৌ-পথে প্রয়োজনীয় নিারাপত্তা নিশ্চিত করা না হলে আগামী ৭মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের হুমকি দিয়েছে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ।

 

শুক্রবার শহরের পৌর ট্রাক টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ ধর্মঘটের হুমকি দেন।

 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী। এসম উপস্থিত ছিলেন রাঙামাটি জোন বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম,ট্রাক মালিক সমিতির সভাপতি মো.রুহুল আমিন ও অটোরিক্্রশা চালক মালিক সমিতির সভাপতি অলি আহম্মদ প্রমূখ।

 

সংবাদ সম্মেল বলা হয়, জেলার সাধারণ জনগণের যাতাযাত ব্যবস্থা স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষে সকল প্রকার যানবাহনে যাত্রীসেবা নিশ্চিত করার জন্য চালক শ্রমিকরা সড়ক ও নৌপথে জীবনের ঝুকি নিয়ে যানবাহন পরিচালনা করে আসছেন। কিন্তু যাত্রীসেবার নিশ্চিত করতে গিয়ে সন্ত্রাসীগোষ্ঠীদের নিকট জীবনের ঝুকি এমন কি হত্যা,ঘুম ডাকাতিসহ বিভিন্ন প্রকার প্রকার বেআইনী অবৈধ মানবতার বির্বজিত কার্যকলাপের স্বীকার হতে হচ্ছে। এতে সকল প্রকার যানবাহন মালিকেরা অনাকাংক্ষিত ক্ষতির স্বীকার হতে হচ্ছে।

 

গত ৩ মে রাতে রাঙামাটি চট্টগ্রাম সড়কে বাস মিনিবাসসহ ১০-১২টি গাড়ি থামিয়েঅস্ত্রের মূখে চালক ও শ্রমিকদের মারধর মালামাল লুটপাটসহ ডাকাতি করে। এছাড়া গত  ২মে সুভলং এ চাঁদার দাবিতে এক বোটচালককে হত্যা করা হয়। এ অবস্থায় সড়ক ও নৌপথে সন্ত্রাসীদের এসব কার্যকলাপের কারনে পরিবহণ অনিরাপদ পরিবহণ অচল হয়ে পড়ছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় অর্নিদিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট পালন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত