শুভলং-এ হাজাছড়ায় গাঁজা উদ্ধার

Published: 05 May 2017   Friday   

রাঙামাটির বরকল উপজেলার হাজাছড়ায় আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা এক ব্যাক্তির বাড়ী থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।


জানা যায়, গেল সোমবার দিবাগত রাতে গোপন সুত্রে খবর পেয়ে ১৬ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়ার এর নির্দেশে সিরাজুল আমিন, বিকিউএম এর নেতৃত্বে বিভিন্ন পদবীর নয় সদস্য বিশিষ্ট ব্যাটালিয়ন আনসারের একটি টহলদল স্থানীয় বাসিন্দা মোঃ মন্টু মিয়ার (৩৫) বাড়িতে তল্লাশী চালায়। এসময় পলিথিন মোড়ানো আনুমানিক ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন সময় আগে থেকে মন্টু মিয়া পলাতক ছিল। উদ্ধারকৃত গাঁজা ব্যাটালিয়ন সদর দপ্তরে সীলগালা করে সংরক্ষণ করা হয়েছে। পলাতক মন্টু মিয়ার পিতা- মোঃ ইউসুফ আলী। সে বরকলের শুভলং ইউনিয়নের হাজাছড়া গ্রামের দামাইছড়ি মৌজার বাসিন্দা।


এ ব্যাপারে বরকল থানায় আটককৃত গাঁজা হস্তান্তরসহ পলাতক আসামী মন্টু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, গাঁজা, মাদক সেবন এবং জুয়ার আসর নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৬ আনসার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত