রোববার রাঙামাটিতে পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ

Published: 06 May 2017   Saturday   

রাঙামাটি জেলার অভ্যন্তরীণ সড়ক ও নৌ পথে যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ রোববার রাঙামাটির সকল রুটে পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ।

 

রাঙামাটি ট্রাক শ্রমিককল্যাণ সমিতির মোঃ রুহুল আমিন জানান, সন্ত্রাসীদের চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও গুমসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জানমালের ঝুঁকি নিয়ে রাঙামাটির সবকটি রুটে যানবাহন চালাতে হয়। সর্বশেষ  গেল ৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের সাপছড়ি এলাকায় বাস, মিনিবাসসহ ১০-১২ যানবাহন থামিয়ে চালক-শ্রমিকদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। কিন্তু নিরাপত্তার জন্য প্রশাসনের কোনো পদক্ষেপ নেই।

 

তিনি আরো জানান, রাঙামাটি-রাবারবাগান, ভেদভেদী-আসামবস্তি, আসামবস্তি-কাপ্তাই, ঘাগড়া-বড়ইছড়ি মহাসড়কে এবং পানিপথে যান চলাচলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে রোববার জেলার অভ্যন্তরীণ সড়ক ও নৌপথে সকল রুটে পরিবহন ধর্মঘট পালিত হবে। তারপরও প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেয়া না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

উল্লেখ্য, গেল শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদের নেতারা রাঙামাটি চট্টগ্রাম আসামবস্তি কাপ্তাই সড়ক ও ঘাগড়া বরুইছড়ি এবং নৌ-পথে প্রয়োজনীয় নিারাপত্তা নিশ্চিত করা না হলে  ৭মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের হুমকি দেয়া হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত