ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে-শওকত মাহমুদ

Published: 06 May 2017   Saturday   

বিএনপি’র কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ  ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই উল্লেখ করে বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে  নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। আর সেই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ধানের শীষের জোয়ারে নির্বাচন হবে।

 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। যারা জেল জলুম অত্যাচার করেছে তাদের বাংলার মাটিতে বিচার করা হবে। বিএনপির নেতা-কর্মীরা যারা আন্দোলন জেল জলুম অত্যাচারিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের  সকলকে মূল্যায়ন করা হবে।

 

তিনি গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য যে জাতীয় গণ মুক্তি সংগ্রাম চলছে সেই মুক্ত সংগ্রামকে সফল করার আহ্বান জানান। 

 

শনিবার বিকেলে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়বাদী দল রাঙামাটি জেলা কমিটির তৃণমূল বিএনপি’র প্রতিনিধি সভায় তিনি এসব কথা করেন।

 

জেলা বিএনপি সভাপতি হাজি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.জালাল উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন,সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান,জেলা বিএনপি নেতা কর্ণেল মণিষ দেওয়ান, ,বিএনপির কেন্দ্রীয় সদস্য রবীন্দ্র লাল চাকমা  এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার।

 

বিএনপি’র কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ পেশীবাদী এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে তিনি নিজেদের মধ্যে বিরোধ ভুলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য যে জাতীয় গণ মুক্তি সংগ্রাম চলছে সেই মুক্তি সংগ্রাম সফল করার আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত