রাঙামাটিতে স্কুল ব্যাংকিং কনফারেন্সি প্রকল্পের কার্যক্রম শুরু

Published: 06 May 2017   Saturday   

শনিবার রাঙামাটিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্সি প্রকল্পের কার্যক্রম শুরুর উপলক্ষে এক অনুষ্ঠানের করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ন কবির। 

 

মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আবুল বশর, বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়েল ইনকুশন ডিপামেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম,বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম সেলিম উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদ উল্লাহ,জেলা শিক্ষা কর্মকর্তা নির্মল চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন মার্কেন্টাইল ব্যাংকের রাঙামাটি শাখার রনজিত বাহাদুর রায়।

 

এছাড়া বক্তব্যে  দেন রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্সক উত্তম খীসা। অনুষ্ঠানে রাঙামাটিতে বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।  অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদেও নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

সভায় বক্তারা স্কুল ব্যাংকিং কনফারেন্সি প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত