লামায় ঘোষনা ছাড়াই অবরোধ কর্মসূচী পালন

Published: 06 May 2017   Saturday   

শনিবার ভোর থেকে কোন রকম ঘোষণা ছাড়াই লামা উপজেলায় অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। বিভিন্ন পেস্টুন, ব্যানার নিয়ে অবরোধকারীরা গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত থেকে কোন রকম যানবাহন চলাচল করতে দেয়া হয়নি। অচল হয়ে পড়ে লামা উপজেলা।

 

উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা, লাইনঝিরি এবং লামা সুয়ালক সড়কের কেয়াজুপাড়া বাজার, ডিসি রোড, সাপমারা ঝিরি, সরই ইউনিয়নের হাসনাভিটা, কিল্লাখোলা পয়েন্টে বাঙ্গালী ও মুরুং জনগোষ্ঠীর লোকজন এ অবরোধ কর্মসূচী পালন করতে দেখা যায়।


পূর্বের কোন প্রকার ঘোষণা ছাড়া হঠাৎ এই অবরোধ কর্মসূচী পালন করায় লামা-আলীকদম ও দূরদুরান্ত থেকে আসা হাজার হাজার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। অপরদিকে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ বাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যায়। লাইনঝিরি পয়েন্টে অবরোধ কার্যক্রমের নেতৃত্ব প্রদান করছে, চংবট মুরুং, উবাথোয়াই মার্মা সহ শতাধিক লোকজন। অবরোধে লামা অচল হয়ে পড়ে।


অবরোধকারী মোঃ ইলিয়াছ, মাংপা ম্রো জানান, আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস ও ইউপিডিএফের কর্তৃক অপহরন, গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ লামা নাগরিক প্রতিনিধি দল ঐক্য ন্যাপ নেতাদের আগমনকে প্রতিহত করতে এই অবরোধ পালিত হচ্ছে। শনিবার ভোর থেকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়ক, লামা-সুয়ালক রোড ও লামা-আলীকদম রোড সহ সকল আন্ত: সড়কে অবরোধ পালিত হচ্ছে।


এদিকে, বান্দরবান জেলার লামা উপজেলায় লামায় জমি দখল হওয়া তিনটি এলাকা সরই ইউনিয়নের ডলুছড়ি, ফাসিয়াখালী ইউনিয়নের ত্রিশঢেবা সরেজমিন পরিদর্শনের জন্যে শনিবার রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক, গবেষক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক প্রতিনিধি দল জেলার লামা উপজেলার ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। এ কমিটিতে রয়েছেন বর্ষীয়ান রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহমদ খান, জীববৈচিত্র বিষয়ক গবেষক পাভেল পার্থ প্রমুখসহ কয়েকজন সিনিয়র সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মী।


তবে অপর একটি সূত্রে জানা গেছে প্রতিনিধি দলটি বাধার কারণে তিনটি এলাকা সরই ইউনিয়নের ডলুছড়ি, ফাসিয়াখালী ইউনিয়নের ত্রিশঢেবা সরেজমিনে পরিদর্শন করতে পারেননি। তবে রোববার ঢাকায় প্রতিনিধি দলটি সংবাদ সন্মেলন করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত