পানছড়িতে বিজিবি’র আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গী কার্যক্রম রোধে প্রতিরোধমূলক শীর্ষক কর্মশালা

Published: 07 May 2017   Sunday   

সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় জনসাধারণের গণসচেতনতা এবং স্থানীয় অধিবাসীদের দায়িত্ববোধ বৃদ্ধির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গী কার্যক্রম রোধে প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণ শীর্ষক কর্মশালা রোববার খাগড়াছড়ি পানছড়িতে অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মশালায় বক্তারা আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গী কার্যক্রম রোধে প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণসহ নারী শিশু পাচার, মাদক পাচার ও মাদক সেবনকারীদের বন্ধের বিষয়ে ব্যাপক আলোচনাসহ অবিলম্বে সেগুলো প্রতিরোধ করারসহ সীমান্ত এলাকায় ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন।

 

“সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলার ৩ বিজিবি গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার ও উপ-পরিচালক কর্ণেল মোঃ মতিউর রহমান( বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)। ৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান (পিএসসি)এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ৫১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইকবাল হোসেন(পিবিজিএম, পিবিজিএমএস), ৩২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাসানুজ্জামান চেীধুরী, ৩ বিজিবি’র উপ-অধিনায়ক মোঃ তানভীর আহমদ নিজামী, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম।

 

বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচংগ্যা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ জয়নাথ দেব, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু, সংবাদকর্মী মোফাজ্জল হোসেন ইলিয়াছ প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি’র সেক্টর কমান্ডার ও উপ-পরিচালক কর্ণেল মোঃ মতিউর রহমান বলেন, মীমান্তে নিরাপত্তা শক্তিশালীকরণ ও এলাকায় শান্তি শৃংখলা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তাই এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আমরা দেশ, মা, মাটি রক্ষায় আমরা সদা-সর্বদা প্রস্তÍুত। আপনারা বিজিবিকে ভয় করবেন না। আপনাদের সুখে-দুঃখে থাকবে বিজিবি। যখনই সহযোগিতা চাইবেন তখনই আমাদের পাবেন।আপনাদের পাশে আমরা সব সময় থাকবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত