রাঙামাটিতে সড়ক ও নৌপথ পরিবহন ধর্মঘট পালিত

Published: 07 May 2017   Sunday   

রাঙামাটির বিভিন্ন সড়কে চাঁদাবাজী,ডাকাতি বন্ধ করে নিরাপত্তার দাবীতে জেলা সড়ক ও নৌযান মালিক শ্রমিক ঐক্য পরিষদেও ডাকে রোববার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে।


সকাল থেকে ধর্মঘটের কারণে রাঙামাটির সাথে দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। নৌ পথে ছেড়ে যায়নি কোন লঞ্চ। শহরের অভন্তরীন রুটে অটোরিক্সা চলাচল করেনি। ফলে শহরবাসী ও দুরের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।


পরিবহন মালিক শ্রমিকদের অভিযোগ রাঙামাটির বিভিন্ন সড়কে এবং পানি পথে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীদের হাতে পরিবহনের চালক ও শ্রমিকদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হত্যা, গুমসহ প্রতিনিয়ত চাঁদাবাজী ডাকাতি সহ বিভিন্ন ভাবে হয়রানীর শিকার হতে হচ্ছে তাদের। রাঙামাটি চট্টগাম সড়ক সহ জেলার অভ্যন্তরীন সড়ক ও নৌপথে এ সব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে নিরাপত্তা দেয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ার করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত