বুদ্ধ পূর্নিমা উপলক্ষে রাঙামাটিতে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠান

Published: 09 May 2017   Tuesday   

বুদ্ধ পূর্নিমা(বৈশাখী পূর্নিমা) উপলক্ষে মঙ্গরবার রাঙামাটি শহরে বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। 

 

পার্বত্য ভিক্ষু সংঘ ও সদ্ধর্ম দায়ক-দায়িকার উদ্যোগে সকালে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলীর মৈত্রী বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ ধর্মীয় শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষুসহ বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন।


পরে মৈত্রী বিহার প্রাঙ্গনে ধর্মীয় সভার আয়েজিত ধর্মীয় সভায় ধর্মাদেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘের নেতা শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির, শ্রীমৎ সত্যানন্দ মহাস্থবির, শ্রীমৎ শীলপাল ভিক্ষু প্রমুখ।


উল্লেখ্য, এই বৌশাখী পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ জন্ম লাভ, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ লাভ করেন। তাই এই পূর্ণিমাকে যথাযোগ্য মর্যায় দিয়ে বৌদ্ধ ধর্মালম্বীরা পালন করে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত