খাগড়াছড়িতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

Published: 10 May 2017   Wednesday   

বুধবার খাগড়াছড়িতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অুনষ্ঠিত সন্মেলনে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আমানত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি এস,এম, জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মহাসচিব মোঃ শামছুল আলম, খাগড়াছড়ি কমিটির সহ-সভাপতি মোঃ মাইনুদ্দিন খান, সাধারণ সম্পাদক মাও.জসিম উদ্দিন প্রমুখ। সন্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি মেয়র রফিকুল আলম বলেন, নীতি নৈতিকতা শিক্ষার প্রাথমিক স্তর হল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা। এ শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিশুদের শিক্ষা অর্জনের প্রথমদিকেই তাদের জ্ঞানের ভিতকে মজবুত করে গড়ে তোলতে হবে। সরকারের উচ্চ পর্যায়ে এ শিক্ষার প্রসরতা সৃর্ষ্ঠি করতে কাজ করে যেতে তিনি শিক্ষক নেতাদের প্রতি আহবান জানান।

 

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি এস,এম, জয়নুল আবেদীন বলেন, সরকার প্রাথমিক শিক্ষা বিস্তারের ল্েয গুরুত্ব দিলেও ইবতেদায়ী শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছেনা না। একি মানের অবকাঠামো ও পাঠদান দেয়া হলেও সরকার ইবতেদায়ী প্রতিষ্ঠানের সরকারি বেতন ভাতা চালু করছেনা না। আমারা পার্বত্য জেলা থেকে সরকারের কাছে দাবী জানাই অতি সত্বর সকল ইবতেদায়ী মাদ্রাসাগুলোর সরকারি বেতন-ভাতা চালু করা  হোক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত