লামায় ম্রো কল্যাণ সংসদের সংবাদ সন্মেলন

Published: 10 May 2017   Wednesday   

লামায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে নাগরিক প্রতিনিধি দলের ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বুধবার পাল্টা সংবাদ সন্মেলন করেছেন ম্রো নেতৃবৃন্দ। 


সংবাদ সন্মেলনে ম্রো নেতৃবৃন্দ নাগরিক প্রতিনিধি দল পুনরায় পার্বত্য চট্টগ্রামে প্রবেশের চেষ্টা করলে প্রতিহত করা হবে উল্লেখ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বেসামরিকরণ চলছে বলে সংবাদ সন্মেলনে যে দাবি করেছেন এতে নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছেন।


লামা পৌর শহরের কুটুমবাড়ী রেষ্টুরেন্ট-এর কনভ্যোনশন হলে ম্রো কল্যাণ সংসদের ব্যানারে বক্তব্যে রাখেন, ম্রো কল্যান সংসদের সভাপতি মেনরুম ম্রো। এ সময় উপস্থিত ছিলেন,ম্রো কারবারী মেনরুম ম্রো, গিলা চন্দ্র ত্রিপুরা, ইয়াংলক ম্রো, মংবুশে মারমা, রনি চন্দ্র ত্রিপুরা, বীর চন্দ্র ত্রিপুরা।

 

সন্ত্রাসী গ্রুপের যোগসাজসে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মানসেই নাগরিক প্রতিনিধি দলের ব্যনারে পঙ্কজ ভট্টাচার্যসহ অন্যান্যরা লামায় প্রবেশের চেষ্টা করেছেন দাবী করে সংবাদ সন্মেলনে ম্রো নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে ঘোষনা দিয়ে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো অপহরণ, খুন, চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে একবারও কি পার্বত্য চট্টগ্রামে আপনারা সফর করে সচিত্র প্রতিবেদন আকারে সমাধানের জন্য সরকারের কাছে কোনো সুপারিশ আকারে তুলে ধরেছেন? নাকি এখনও ঘুমের ঘরেই রয়েছেন?

 

সন্মেলনে দাবী করা হয়,মুরুং সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবী-দাওয়া নিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচী অবরোধ পালন করেছিল।এ অবরোধের ব্যাপারে নিরাপত্তাবাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। নিরাপত্তাবাহিনীকে জড়িয়ে যে লাগামহীন মিথ্যাচারমূলক বক্তব্য দিয়ে পাহাড়ের পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত