বিলাইছড়িতে বাল্য বিবাহ বন্ধে র‌্যালী ও অালোচনা সভা

Published: 11 May 2017   Thursday   

রাঙামাটির বিলাইছড়িতে সেবা গ্রহণে নারীদের উদ্বুদ্ধকরণ ও বাল্য বিবাহ বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি” লক্ষ্য  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) উদ্যোগে  গেল মঙ্গলবার চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার নেতৃত্বে র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শিল্পকলা হয়ে উপজেলা অডিটোরিয়মের সামনে গিয়ে শেষ হয়। 

 

পরে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.নীতিশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো.রফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নারী ও নারী নেতৃবৃন্দ,উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক,সাংবাদিক,হেডম্যান,কার্বারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অন্যানের মধ্যে বক্তব্য দেন আইসিপিডি’র উপজেলা ব্যবস্থাপক প্রতিম দেওয়ান,হেডম্যান শান্তি বিজয় চাকমা,এসআই কামরুজ্জামান,ইউপি সদস্য ভদ্রসেন চাকমা,,কিশোরী লিডার রুমা আক্তার ও পাড়াকর্মী উচাংপ্রু মার্মা প্রমুখ।

 

 বিলাইছড়ি উপজেলায় বাল্য বিবাহের প্রকোপ বেশি ও এর কুফল উল্লেখ করে বক্তারা বলেন, সুন্দর সমাজ ও সুস্থ জাতি গঠনে বাল্য বিবাহ অবশ্যই রোধ করতে হবে। এজন্য বাল্য বিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

 

বক্তারা পাড়া কেন্দ্রের মাধ্যমে আইসিডিপি’র শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা সঠিকভাবে গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত