কাউখালীতে অপহরণের দু’মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

Published: 11 May 2017   Thursday   

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি এলাকা থেকে অপহরনের দুমাস পর মারমা সম্প্রদায়ের এক পাহাড়ী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউখালী থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানায়, কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউপি’র মঘাছড়ি এলাকা থেকে মারমা সম্প্রদায়ের কিশোরী মেয়েকে মঘাছড়ি বৌদ্ধ মন্দিরের সামনে থেকে অপহরণ করে পার্শ্ববর্তী উপজেলার রাঙ্গুনিয়া ইসলামপুরের বাসিন্দা মনির আহাম্মদের ছেলে সিএনজি চালক আলম মিয়া ও তার সহযোগিরা। পরে অপহরণকারীরা ইসলামপুর গাবতল এলাকার কালাম মেম্বারের বাসায় কিশোরীকে আটকে রেখে ধর্ষন করে বলে অভিযোগ। পরে কিশোরীটি কৌশলে পরের মোবাইল ফোন থেকে তার মাবাবাকে ঘটনাটি জানায়।

 

এতে ইসলামপুর ইউপি চেয়ারম্যান মিল্টন চৌধুরী ও কাউখালী থানা পুলিশের সহযোগিতায় গেল বুধবার রাতে মেয়েটির বাবা তার মেয়েকে উদ্ধার করেন। তবে অপহণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।


প্রসঙ্গ উল্লেখ্য, গেল ১৮ মার্চ কাউখালী থানা পাহাড়ী মেয়েটির বাবা তার মেয়ে খুজে পাওয়া যাচ্ছে না বলে একটি সাধারন ডায়েরি করেন(মামলা নং ৭৪৩)।


কাউখালী থানার এসআই মোঃ কামাল উদ্দীন জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত