রামগড়ে সড়ক দুর্ঘটনায় ১৫জন আহত

Published: 12 May 2017   Friday   

রামগড়-ফেনী সড়কের রামগড় চা বাগান সংলগ্ন বড় বিল নামক স্থানে শুক্রবার চাঁদের গাড়ি ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ৬ জনকে রামগড় স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতদের সবাই গুইমারার বাইল্যাছড়ি গ্রামের তারাচাঁন পাড়ার বাসিন্দা।

 

পুলিশ জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার গুইমারা থেকে ২৫ থেকে ২৬জনের একটি দল কয়লা মুখ এলাকার সামনের খীল গ্রামে যাচ্ছিল। বেলা ১১টার দিকে রামগড় চা বাগানের বড়বিলে বিপরিত দিক থেকে আসা একটি মিনি ট্রাক খোলাজিপ টিকে সামনের দিক থেকে সজোরে আঘাত করে। এতে ১৫জন আহত হয়েছে। এঁদের মধ্যে গুরুতর ৬ জনকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এরা হলেন, স্মরনিকা ত্রিপুরা (২৭), লাল ভূষণ ত্রিপুরা (৫৫), সুমিতা ত্রিপুরা (৫৯), জরন বালা ত্রিপুরা (২৫), বর্ণালিকা ত্রিপুরা (১৬) ও জয়ন্ত ত্রিপুরা (৬৫)।


রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. আতিকুর রহমান জানান, ৫জনের পা এবং ১জনের হাতে মারাত্বক জখম হয়েছে।

 

রামগড় পুলিশের উপ-পরিদর্শক মো. জসিম ঘটনাস্থল জানান, বিষয়ে মামলার প্রস্তুতির পাশাপাশি ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত