খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

Published: 13 May 2017   Saturday   

খাগড়াছড়িতে শনিবার বিকেলে ভারী বর্ষণের সময় বজ্রপাতে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ির জেলা সদরের বটতলী ও ভাইবোনছড়া এলাকায় এ ঘটেছে।

             

নিহতরা হচ্ছেন, খাগড়াছড়ি সদরের বটতলা এলাকার বাসিন্দা সানু মারমা(২৪),ভাইবোনছড়া এলাকার বাসিন্দা  হ্লা¤্রাসং  মারমা (৪৫) ও তার ছেলে থোয়াই অংপ্রু মারমা (২২)।

 

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান,মারমা সংসদ এলাকায় বাড়ির বারান্দায় দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ ভারী বর্ষণ শুরু হয়। তারপর পরেই বজ্রপাতে প্রাণ হারান মা ও ছেলে। এছাড়াও দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সানু মারমা নামের বটতলী এলাকায় আরো একজনের মৃত্যু হয়।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত