দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কারিগরি সহায়তা প্রদান করতে হবে-লেঃ কর্ণেল আলাউদ্দিন

Published: 13 May 2017   Saturday   

২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আলাউদ্দিন আল মামুন বলেছেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। দেশের মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কারিগরি সহায়তা প্রদান করতে হবে।


তিনি আরো বলেন, ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালিত বরকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এলাকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে দেশে ও বিদেশে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এ ব্যাপারে বিজিবি সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


শনিবার বরকল উপজেলা সদরের ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভা ও সেলাই মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় ব্যাটালিয়নের মেজর মোঃ মামুনুর রশিদ আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমাসহ ইউনিয়নের মেম্বার ও এলাকার জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মত বিনিময় সভা শেষে জোন কমান্ডার আলাউদ্দিন আল মামুন কালাপুনাছড়া সমবায় সমিতিকে একটি পাওয়ার টিলার মেশিন বিধবা মহিলাদের সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত