রাঙামাটিতে মোটরসাইকেল চালক হত্যার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

Published: 15 May 2017   Monday   

মোটরসাইকেল চালক ছাদেকুল ইসলাম হত্যার অন্যতম দুই আসামীকে সোমবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের খামার পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল চিরনজিত চাকমা(৩৫) ও কৃঞ্চ বিকাশ চাকমা(২৫)।


সোমবার সন্ধ্যায় রাঙামাটি কতোয়ালী থানায় এক সংবাদ সন্মেলনে পুলিশ সুপার মোঃ সাঈদ তারিকুল হাসান তথ্য জানান।


তিনি জানান, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছাদেকুল ইসলাম হত্যার মূল আসামীকে গতকাল পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে ও এলাকাবাসীর সহযোগিতায় দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে সাধক চন্দ্র চাকমার ছেলে চিরনজিত চাকমা ও শুক্র কুমার চাকমা ছেলে কৃঞ্চ বিকাশ চাকমা। দুই জনের বাড়ী নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপির কৃঞ্চমাছড়া গ্রামে।


পুলিশ আরো জানান, মোটরসাইকেল চালক ছাদেকুলের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রেফতারকৃতরা ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে তিনি মাথায় মারাত্নক আঘাত পেয়ে মারা যান বলে স্বীকার করেছে। ছাদেকুলের লাশ রাস্তা থেকে সরিয়ে পাশ্ববর্তী জঙ্গলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।


তিনি জানান, মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। মোটরসাইকেলটি পাওয়া গেলে এ হত্যা মামলার আরো গুরুত্বপুর্ণ তথ্য বেরিয়ে আসবে।


উল্লেখ্য, গেল ১০ এপ্রিল সন্ধ্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর স্টেশন থেকে দুই যুবক ছাদেকুল ইসলামের মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাঙামাটি ঘিলাছড়িতে নিয়ে যায়। তিন দিন নিখোঁজ থাকার পর ঘিলাছড়ি এলাকা থেকে ছাদেকুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছাদেকুলের বড় ভাই হাদিকুল ইসলাম বাদী হয়ে নানিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় পুলক চাকমা নামের অপর এক আসামীকে গ্রেফতার করেছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত