খাগড়াছড়িতে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলক র‌্যালী

Published: 17 May 2017   Wednesday   

বুধবার খাগড়াছড়িতে বিআরটিএ’র আয়োজনে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল চত্ত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে টাউন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো: শহিদুল্লাহ, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়–য়া এবং খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি।


র‌্যালী ও আলোচনা সভায় জেলার বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত