রাঙামাটিতে দু’দিনব্যাপী দক্ষ কারিগরদের রিফ্রেসার্স ট্রেনিং

Published: 17 May 2017   Wednesday   

বুধবার রাঙামাটিতে  দু’দিনব্যপী এগ্রোবেজড ফুড, ফার্নিচার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিষয়ে দক্ষ কারিগর- ওস্তাদদের রিফ্রেসার্স ট্রেনিং শুরু হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ স্কীল ফর এম্পøয়মেন্ট প্রডাক্টিভিটি (বি-সেফ) প্রজেক্ট  আইএলও ঢাকার অর্থায়নে এবং স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও প্রোগ্রেসিভ এর সহযোগিতায় এ রিফ্রেসার্স ট্রেনিং শুরু হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে  ট্রেনিং এর উদ্বোধন করনে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  সভায় আইএলও’র কনসালটেন্ট আবদুল জলিল এবং আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা সুখেশ্বর চাকমা বক্তব্য রাখেন।

 

দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করবেন আইএলও’র কনসালটেন্ট ফিরোজ আহমেদ মোল্লা এবং কনসালটেন্ট আবদুল জলিল। ১৭  মে  ১৮ মে পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রমে সর্বমোট ৮০জন প্রধান বা ওস্তাদ অংশগ্রহণ করবেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং প্রোগ্রেসিভ এ প্রকল্পটি বাস্তবায়নে সহযোগি সংগঠন হিসাবে কাজ করছে।

 

উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রশিক্ষিত জনশক্তি যেকোন জাতির সম্পদ। আইএলও পার্বত্য অঞ্চলের মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ট্রেডের যেসমস্ত ওস্তাদ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের কাজের মূল্যায়ন এবং ভুল-ভ্রান্তি সংশোধন করে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য এ রিফ্রেসার্স ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। তিনি দক্ষ মানবসম্পদ গড়ার এ প্রচেষ্টায় সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত