খাগড়াছড়িতে চিরজিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

Published: 18 May 2017   Thursday   

বৃৃহস্পতিবার খাগড়াছড়িতে চিরজিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরাা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকয় জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাতœা প্রকাশ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজ।

 

বক্তারা, অবিলম্বে চিরজিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরা হত্যাকান্ডের মূল হোতাদের আটক করে শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য,  গেল বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির থলিপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় নির্মম ভাবে খুন হয় চিরঞ্জয় ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা। হামলায় চিরঞ্জয় ত্রিপুরার স্ত্রী ভবেলক্ষী ত্রিপুরা ও ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরার স্ত্রী বিজলি ত্রিপুরাও গুরতর আহত হন। এ ঘটনায় খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৫ নং ইউপি সদস্য কালিবন্ধু ত্রিপুরা ও তার দুই ছেলে রচন ত্রিপুরা ও প্রদীপ ত্রিপুরাসহ ৩৪ জনের নাম উল্লেখ করে আরো ৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযানে  চালিয়ে পুলিশ সাত জনকে আটক করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত