৫ দফা দাবীতে খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

Published: 18 May 2017   Thursday   

৫ দফা দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখা।

 

খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত  ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মদের সভাপতিত্বে  অন্যান্যও মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সম্পাদিকা দিলুয়ারা বেগম, খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক আশা প্রিয় ত্রিপুরা, সদর উপজেলা কমিটির সভাপতি সুমনা চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ধনমনি চাকমা, সহকারী শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ময়মন চাকমা এবং মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো: এরশাদ।

 

সমাবেশ থেকে প্রধান শিক্ষকদের ১০ গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান, দ্রুত শতভাগ পদোন্নাতর ব্যবস্থা ও প্রাথমিক শিক্ষকদের চাকুরী নন ভোকেশনাল হিসেবে গণ্য করার দাবীসহ ৫ দফা দাবী তুলে ধরেন। এতে শিক্ষকদের বিভিন্ন সংগঠন একততা পোষন করেন। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।  

 

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে বলেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করা হলেও বাস্তবে তাদের সেভাবে মুল্যায়ন করা হচ্ছে না। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ৩৭ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় শিক্ষাবান্ধব সরকার ২৬ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সরকারী করণ করা হয়েছে।

 

শিক্ষকদের বেতনসহ নানা সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষক নেতৃবৃন্দরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত