বর্ণাঢ্য আয়োজনে গুইমারা বিজিবি সেক্টরের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published: 18 May 2017   Thursday   

বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে ও শিল্পীদের মন মাতানো নাচে-গানে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী।

 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেক্টর সদর দপ্তরে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতানকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সেক্টর কমান্ডার।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম ফজলে রাব্বী, লক্ষ্মিছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান, রামগড় জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান এবং যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান।

 

এছাড়াও অনুষ্ঠানে সেনা ও বিজিবিসহ সামরিক পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন অতিথিরা। সন্ধ্যায় বিজিবি জোয়ান ও স্থানীয় শিল্পীদের মন মাতানো গান ও নৃত্যে মাতিয়ে তোলে পুরো সেক্টর সদর।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত