খাগড়াছড়িতে পিতা-পুত্র হত্যাকান্ডের ঘটনায় স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ জেলা আওয়ামীলীগের

Published: 19 May 2017   Friday   

খাগড়াছড়িতে থলিপাড়ায় পিতা-পুত্র হত্যাকান্ডের ঘটনায় স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা আওয়ামীলীগ। 

 

আওয়ামীলীগের জেলা শাখার  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর উপজেলার থলিপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় গ্রামবাসী চিরঞ্জিব ত্রিপুরা (৫৫), তার পুত্র কর্ণ ত্রিপুরা (৩০) হত্যাকান্ডের ঘটনায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নাম ভাঙিয়ে একটি স্বার্থান্বেষী মহল বর্তমান সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত দুই সদস্য খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে যা জেলা আওয়ামীলীগের দৃষ্টিগোচর হয়েছে। 

 

প্রেস বার্তায় জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এ ধরনের অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, মূলত: পারিবারিক জের ধরে এ হত্যাকান্ডের ইস্যুতে স্বার্থান্বেষী মহলটি ন্যায় বিচারকে বিঘিœত করতে থলিপাড়ার নিরীহ গ্রামবাসীদের ভয়ভীতি প্রদর্শন করে শহরে এনে বিভিন্ন কর্মসূচিতে জড়িয়ে দিয়ে  জেলার পাহাড়ী-বাঙালির সম্প্রীতি বিনষ্ট করে ফায়দা লুটার অপচেষ্টা চালানো হচ্ছে।

 

প্রেস বার্তায় এ বিষয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শান্তি সহাবস্থান বজায় রাখার লক্ষ্যে ও পিতা-পুত্র হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করনে আইন শৃঙ্খলা বাহিনীকে  স্বার্থান্বেষী মহলের এসব অগণতান্ত্রিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়েছে। পাশাপাশি এ নিয়ে কোন প্রকার অপরাজনীতির বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনসাধারন, জেলা আওয়ামীলীগ, সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের এবং স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহবান জানানো হয় প্রেস বার্তায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত