মহালছড়িতে অস্ত্রসহ আটক ১

Published: 19 May 2017   Friday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ভূয়াটেক গ্রামে সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার ভোর রাতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২জনকে আটক করেছে। আটককৃতরা হল, মনাটেক গ্রামের প্রতিময় চাকমার ছেলে মেনন চাকমা ও ভূয়াটেক গ্রামের তুফান চাকমার ছেলে সুমন্ত চাকমা।

 

সেনাসূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, শুক্রবার  ভোররাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি ভূয়াটেক গ্রামে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো: আবদুল্লাহ জুনায়েদ নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় সুমন্ত চাকমা’র বাড়ি থেকে মনাটেক গ্রামের প্রতিময় চাকমার ছেলে মেনন চাকমা ও ভূয়াটেক গ্রামের তুফান চাকমার ছেলে সুমন্ত চাকমাকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১৩টি সচল মোবাইল সেট, দুটি হাত ঘড়ি ও প্রচুর পরিমাণ নথিপত্র পাওয়া গেছে। মেনন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ও সুমন্ত চাকমা জেলা কমিটির সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত থেকে এলাকায় চাঁদাবাজি ও  সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। তবে, জিজ্ঞাসাবাদ শেষে মেনন চাকমাকে ছেড়ে দেওয়া হয়। আটককৃত সুমন্ত চাকমাকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জোন অধিনায়ক সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ এলাকার কারোর বন্ধু হতে পারে না। যে কোন কিছুর বিনিময়ে এলাকার শান্তি-শৃংখলা বিনষ্টকারীকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুুত রয়েছে।  এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যকলাপ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত