রাঙামাটি শহরে দুই যুদ্ধাপরাধীর নামে করা সড়কের নাম পরিবর্তন করা হবে-জেলা প্রশাসক

Published: 19 May 2017   Friday   

রাঙামাটি শহরে দুই যুদ্ধঅপরাধীর নামে যে সড়কের নামকরণ করা হয়েছিল খুব সহসা তার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। তিনি জানান শহরে দোয়েল চত্বর থেকে তবলছড়ি পর্যন্ত এবং আরো একটি সড়কে  নামের পরিবর্তণ করা হবে।

 

শুক্রবার পার্বত্য চট্টগ্রামে প্রথম স্বাধীনতা পদক প্রাপ্ত রাঙ্গামাটির শহীদ আবদুল আলীর নামে প্রতিষ্ঠিত শহীদ আবদুল আলী স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠানে রাঙামাটির দুই যুদ্ধঅপরাধীর নামে সড়কের নাম পরিবর্তনের ঘোষনা দেন জেলা প্রশাসক।  জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান দেশে জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষা করতে এবং বাল্য বিবাহ প্রতিরোদে এগিয়ে আসে অভিভাবকদের প্রতি আহবান জানান।

 

এ দিকে শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গনে শহীদ আবদুল আলী স্কুল এন্ড কলেজ এর পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে নানান সাজে সেজে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা অংশ নেয়। র‌্যালী শেষে স্কুল প্রাঙ্গনে বসে মিলন মেলা।

 

অনুষ্ঠানের উদ্বোধন করে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সঠিক ইতিহাস জানাতে হবে এবং চর্চা করতে হবে। তিনি বলেন, রাঙামাটিতে চাকুরি করতে এসে স্বাধীনতা সংগ্রামে অসীম সাহসিকতার সাথে লড়ে জীবন দিয়েছেন শহীদ এম আবদুল আলী। তাঁর সুযোগ থাকা সত্তেও তিনি পালিয়ে যাননি। বরঞ্চ স্বাধীনতার স্বপ্নে বিভোর আবদুল আলী মুক্তি সংগ্রামে সর্বোচ্চটাই উজার করে দিয়ে চির স্বরনীয় হয়ে আছেন।

 

অনুষ্ঠানে জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে বক্তব্য রাখেন। পূনর্মিলনীতে বিদ্যালয়ে ১৯৭০ সাল থেকে ২০১৭ সালের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা অংশ নেয়। বিকেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত