খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালী ছাত্র পরিষদ

Published: 19 May 2017   Friday   

মোটর সাইকেল চালক সাদিকুলের হত্যাকারীদের বিচার,চাঁদাবাজী বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে খাগড়াছড়িতে  রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় টং রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলন থেকে হরতালের এ ঘোষনা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা,যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম,আশ্ররাফুল রণি,প্রচার সম্পাদক শাহীন আলম প্রমূখ।

 

সংবাদ সন্মেলনে মহালছড়িতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সাদিকুলের হত্যাকারীদের বিচার, পাহাড়ে চাঁদাবাজী বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী  জানিয়ে আগামী  রোববার হরতাল সফল করতে প্রশাসনসহ সর্বস্থরের মানুষের সহায়তা কামনা করা হয়।       

 

সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলা হয়, দীর্ঘ দেড় বছর ধরে তার নেতৃত্বধীন সংগঠনটি নানা কর্মসূচী বাস্তবায়নসহ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। সম্প্রতি একটি চক্র একটি মহলকে খুশি করতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ জেলা ও সকল উপজেলাকে বাদ দিয়ে মহা সমাবেশের ডাক দিয়েছে। একটি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তা রাজপথে প্রতিহত করার হুশিয়ারী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত