খাগড়াছড়িতে তিনটি গ্রুপের ত্রিমুখি কর্মসূচী,উত্তেজনা

Published: 20 May 2017   Saturday   

খাগড়াছড়িতে বাঙ্গালী সংগঠন ভিত্তিক তিনটি গ্রুপের পাল্টা-পাল্টি সমাবেশ হরতাল-অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

পাহাড়ি সংগঠনগুলোর অপহরণ, খুন, গুম, চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্বারের দাবীতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি রোববার শহরের মুক্তমঞ্চে মহাসমাবেশ আহবান করেছে। একই  ইস্যুতে একই দিন এবং একই স্থানে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন সমাবেশ ও পুরো জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়। এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখা কমিটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে।

 

এদিকে শনিবার সকালে খাগড়াছড়ি শহরের একটি রেষ্টরেন্টে বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

 

এই বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম জানান, ত্রিমুখী কর্মসূচীর কারনে কোন পক্ষকেই সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। জানমালের নিরাপত্তায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত