রামগড়ে পরিবার কল্যাণ পরিদর্শিকাকে হয়রানির অভিযোগ

Published: 21 May 2017   Sunday   

খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের এক পরিদর্শিকা কে স্থানীয় কতিপয় দুষ্ট প্রকৃতির লোক হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 জানা যায়, অবসরজনিত এলপিআর-এ থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকা রতœা দেবী দত্ত এক যুগেরও বেশি সময় নাকাপা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি এক অফিস আদেশ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরের উদ্দেশে অফিসে রক্ষিত ফাইলপত্র ও মালামালের তালিকা তৈরি করতে কার্যালয়ে যান। ওই সময় এলাকার কতিপয় বখাটে তাঁকে নাজেহাল করার চেষ্টা করে।

 

রতœা দেবী দত্ত রোববার সকালে সাংবাদিকদের কান্নাজড়িত কন্ঠে জানান, ওই সময় ওৎপেতে থাকা কতিপয় স্থানীয় কুচক্রিমহল তাঁর বিরুদ্ধে ওষুধ চুরির অভিযোগ এনে চোর সাব্যস্ত করতে প্রয়াস চালায়। তার সুনাম নষ্ট করার পাশাপাশি অশ্রীল গালমন্দ করে সামাজিকভাবে চরমভাবে নাজেহাল করে, যা এখনও অব্যাহত রয়েছে।

 

তিনি আরো জানান,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ বখাটেদের হাত থেকে তখন তাঁকে উদ্ধার করে। তাঁর দায়িত্ব পালনকালে সরকারি সম্পত্তি রক্ষা ও স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে মদ-জুয়াসহ নানা অসামাজিক কর্মকান্ডে বাধা দেওয়ার কারণে ওই দুষ্ট চক্রটি তাঁর ওপর ক্ষুদ্ধ ছিল। তাই অবসরকালীন সময়ে তাঁকে বিভিন্ন অপবাধ দিয়ে হেনস্থা করতে চায় বলে তার দাবী।

 

 রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ মামুন বলেন, রতœাদেবী দত্ত নির্দোষ। তার নির্দেশে নিয়মানুযায়ীই তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মালামালের তালিকা তৈরি করছিলেন। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে দুষ্ট চক্রটি তাঁর পেছনে  লেগেছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত