সভাপতি জুয়েল চাকমা ও সাধারন সম্পাদক সুমন মারমা

Published: 21 May 2017   Sunday   

পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) রাঙামাটিতে দুইদিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির সন্মেলন রোববার সমাপ্ত হয়েছে।  সন্মেলনে জুয়েল চাকমাকে সভাপতি এবং সুমন মারমাকে সাধারন সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট নুতন কমিটি গঠন করা হয়েছে।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিইটউট মিলনায়তনে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ  বক্তেব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রনতি বিকাশ চাকমাসহ সংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সমাপনী দিনে পিসিপি`র কেন্দ্রীয় কমিটির সর্বসম্মতিক্রমে জুয়েল চাকমাকে সভাপতি এবং সুমন মারমাকে সাধারন সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট নুতন কমিটি ঘোষিত হয়। নূতন কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি`র বিদায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা।

 

উল্লেখ্য, গেল শনিবার রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গনে পিসিপি`র ২৮তম কেন্দ্রীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ২২তম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পিরষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তুলারমা)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত