লামায় সুবিধা ভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ

Published: 22 May 2017   Monday   

লামায় দারিদ্র বিমোচন ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে ২০ জন সুবিধাভোগী খামারীদের মাঝে সোমবার ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

 

লামা উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক এইচ.এম মনোয়ার হোসেন।  লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর সভাপতিত্বে অেন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন, লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ পারভেজ ও সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদুল আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে এইচ.এম মনোয়ার হোসেন সুবিধাভোগী খামারিদের উদ্দেশ্যে বলেন, ভেড়া পালন করা ছাগলের চেয়ে অনেক সুবিধাজনক। এছাড়া ভেড়ার মাংস ছাগলের মাংসের চেয়েও পুষ্টিগত মান অনেক ক্ষেত্রেও বেশি। ভেড়ার লোম দিয়ে উন্নতমানের বস্ত্র তৈরী করা যায়। ভেড়ার মাংসে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তিনি খামারিদের যতœসহকারে সরকারের দেওয়া এ ভেড়া গুলো পালন করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি ভেড়ার কোনো ধরণের রোগ-বালাই দেখা দিলে সাথে সাথে উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তরে নিয়ে এসে চিকিৎসা নিতে পরামর্শ দেন তিনি। 

 

লামা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.জুয়েল মজুমদার বলেন, সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ(কম্পোনেন্ট-বি)২য় পর্যায় প্রকল্প এর আওয়তায় লামা উপজেলায় ২০জন সুবিধাভোগী খামারিদের মাঝে ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে। ভেড়া বিতরনের পূর্বে সুবিধা ভূগী খামারীদের মাঝে ভেড়া পালনের প্রশিক্ষন দেওয়া হয়েছে।

 

ভেড়া পেয়ে সুবিধাভোগী খামারি অমিও বসাক, ছোংহ্লা প্রু মার্মা, তসলিমা বেগম, আয়েশা বেগম, পলিরাম ত্রিপুরা, চিংলুং মার্মা ও খোরশেদা বেগম বলেন,  বিনামূল্যে ভেড়া পেয়ে অনেক খুশি। ভেড়া পালনের প্রশিক্ষণ অনুযায়ী যত্নসহকারে ভেড়া পালন করে স্বাবলম্বী হতে চেষ্টা চালিয়ে যাবো। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত