পানছড়িতে প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ

Published: 22 May 2017   Monday   

সোমবার খাগড়াছড়ির পানছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন (কোচিং পদ্ধতি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি উপজেলা রির্সোস সেন্টারে খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি উদ্যোগে  প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠ পর্যায়ে রিড প্রকল্প আওয়াতায় প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: মইনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, উপজেলা রির্সোস সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর জনাব মোহাম্মদ খলিলুর রহমান, সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার সুব্রত খীসা ও প্রকল্প সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা।  অনুষ্ঠান সহ্চালনা করেন রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার অনিল চাকমা। ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পানছড়ি উপজেলার ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন প্রধান শিক্ষক অংশ নেন।

 

রিড প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে  তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলায় পঠন দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ শেষে প্রধান শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বাংলা বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ধ্বনিগত সচেতনতা,  বর্ণজ্ঞান, শব্দভান্ডার,  সাবলীলতা ও  বোধগম্যতা বিষয়ে প্রতি মাসে ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত সহায়তা প্রদান করবেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম বলেন মানসস্মত প্রাথমিক শিক্ষা অর্জনের পড়া হলো একটি অন্যতম উপাদান। প্রশিক্ষণ শেষে নিজেদের বিদ্যালয়ের পড়া বিষয়ে সহকারী শিক্ষকদের প্রয়োজনীয় নিদের্শনা প্রদানের জন্য অনুরোধ জানান এবং স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির উদ্দ্যেগে বাস্তবায়িত রিড প্রকল্প কার্যক্রমের আওতায় বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পড়তে শেখার প্রশিক্ষণ ও প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন (কোচিং পদ্ধতি) প্রশিক্ষণ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, তিনি চলমান এই প্রকল্পের সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মো: মইনুল ইসলাম এই প্রশিক্ষণের অর্জিত জ্ঞান বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ নিজেদের বিদ্যালয়ে প্রয়োগ করা ও নিজেদের দায়িত্ব হিসেব নিবিড়ভাবে সহকারী শিক্ষকদের পাঠ পর্যবেক্ষণ করে উন্নয়নের দিকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য পরামর্শ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত