লামায় আইন-শৃংঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়, নিহত ১ঃ আটক ৪

Published: 22 May 2017   Monday   

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাঙ্গু মৌজার গয়ালমারা এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সাথে সন্ত্রাসীদের  মধ্যে গোলাগুলির ঘটেছে। এতে একজন সন্ত্রাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। তবে নিহত ও আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে সেনাবাহিনী ও বিজিবি স্থানটি ঘিরে রেখেছে এবং থেমে থেমে গুলি বিনিময় চলছে। 

 

গয়ালমারা এলাকার স্থানীয় ইউপি মেম্বার মোঃ নাছির উদ্দিন জানান,লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে দীর্ঘ দিন ধরে সাঙ্গু মৌজার গয়ালমারা, ত্রিশডেবা এলাকার গহীন অরণ্যে সন্ত্রাসীরা আস্তানা গেড়ে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। গয়ালমারা ও ত্রিশডেবা এলাকায় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ব্যক্তি মালিকানাধীন একটি রাবার বাগানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সেনাবাহিনী ও বিজিবি ঘিরে  ফেলে।  সামবার দুপুরের দিকে সন্ত্রাসীরা সেনাবাহিনী ও বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। এতে একজন সন্ত্রাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। তবে নিহত ও আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

 

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান,গয়ালমারার গহীন অরণ্যে সেনাবাহিনী ও বিজিবির সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা শুনেছি।

 

কাগজি খোলা পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান জানান, ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবি  রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত