নানিয়ারচরে ৩ জনকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী

Published: 22 May 2017   Monday   

রাঙামাটির নানিয়ারচর সদর উপজেলা থেকে সোমবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) ৩ সমর্থককে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, কিছু দিন আগে নানিয়ারচর উপজেলার তপোবন অরণ্য কুটির নামে একটি বৌদ্ধ বিহারে অভিযান পরিচালনা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে সোমবার নানিয়ারচর উপজেলা সদরে স্থানীয় লোকজন বিক্ষোভ-সমাবেশ করে। সমাবেশ শেষে ফেয়ার পথে জয়ন্ত চাকমা, শংকর চাকমা ও সুশান্ত চাকমাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।


এদিকে ইউপিডিএফের রাঙামাটি সমন্বয়ক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের যথাযথ সংরক্ষণ ও থলচাপ তপোবন অরণ্য ভাবনা কুটিরে অভিযানের প্রতিবাদে ও উপজেলা প্রশাসনের মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি পেশ করার পর উপজেলা প্রশাসন মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশ বক্তব্যে রাখনে, বৃহত্তর র্পাবত্য চট্ট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) উপজেলা থানা শাখা সভাপতি জয়ন্ত চাকমা ও হিল উইমন্সে ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা।

 

 

প্রেস বার্তায় তিনি আরো দাবী করেন,সমাবেশ শেষে ফেয়ার পথে সমাবেশে অংশগ্রহনকারীদের উপর লাঠি চার্জ করা হয়। এতে প্রায় ১৫০ জন আহত হয়েছে। এসময় পিসিপির উপজেলার থানা শাখা সভাপতি জয়ন্ত চাকমা, পাতাছড়ি এলাকার শংকর চাকমা এবং গবছড়ি এলাকার সুশান্ত চাকমাকে আটক করা হয।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত